
মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : একাধারে নৃত্যশিল্পী, আবৃত্তিকার ও অভিনয়শিল্পী—হোসাইন ইসলাম জয়। সদ্য অনুষ্ঠিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪-এ রোভার স্কাউটস শাখায় উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে তাক লাগিয়েছেন হোসাইন ইসলাম জয়।
জয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামের থলিয়ারা কামাল মিয়ার ছেলে। তিনি অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে অন্বেষা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগে অধ্যয়নরত।
আলোকিত আইডিয়াল ওপেন স্কাউটস গ্রুপের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় নৃত্য পরিবেশনার মাধ্যমে বিচারকমণ্ডলী ও দর্শকদের মন জয় করেন। এই অর্জনের মাধ্যমে তিনি তার ঝুলিতে যুক্ত করলেন আরও একটি জাতীয় পুরস্কার।
এর আগেও জয় পেয়েছেন দুটি জাতীয় পুরস্কার। ২০২২ সালে ফার্স্ট ন্যাশনাল কালচারাল কম্পিটিশনে সৃজনশীল নৃত্যে দেশসেরা চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন তিনি। পরে ২০২৩ সালে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে একক অভিনয়ে বিজয়ী হন।
সংস্কৃতিমনা এই শিক্ষার্থী বলেন, “পড়াশোনার পাশাপাশি আমি নাচ, থিয়েটার, আবৃত্তি ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি। ঢাকায় নিয়মিত নাচের তালিম নিচ্ছি। পাশাপাশি সোনালী সকাল আবৃত্তি সংগঠনের সঙ্গেও যুক্ত আছি। পড়ালেখার পাশাপাশি নাচটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই এবং ভবিষ্যতে দেশের জন্য একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।