বিজয়নগরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১৩ জনের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়া, 27 April 2025, 15 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় থানা পুলিশ ভবনের অনতিদূরেই দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা মো. মাঈনুদ্দিন রুবেলের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে রুবেল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তবে রবিবার বিকেল নাগাদ পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
মামলার আসামীরা হলেন, মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি, কাইয়ুম মিয়া, মো. মুন্না, রাসেল মিয়া, মোবারক মিয়া, আনিছ মিয়া, রুবেল মিয়া, আল-আমীন, বাবুল মিয়া, মো. আশরাফুল, ফয়সাল মিয়া, তিতন মিয়া ও মামুন মিয়া। বিজয়নগর উপজেলার বিভিন্নস্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বিষয়ে রিপোর্ট করায় কাইয়ুম মিয়া ক্ষিপ্ত ছিলেন বলে সাংবাদিক রুবেল অভিযোগ করেছেন।
গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে হামলার শিকার হন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুরের বাসিন্দা মাঈনুদ্দিন রুবেল। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এজহারনামীয় আসামীদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।