
কোহিনূর আক্তার প্রিয়া : প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসেন ভূঁইয়ার সার্বিক পরিচালনায় ও প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি কোহিনূর আক্তার প্রিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, সফল কন্টেন্ট ক্রিয়েটর এইচএম ফয়সাল ‘সরল ভাই’।
এতে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হুসেন জীবন, জেলা কৃষক লীগ নেতা। শরীফ আহমেদ খাঁন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পিসভিশন বাংলাদেশ। এড. হুমায়ূন কবির, উপদেষ্টা প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া। লিটন হোসাইন জিহাদ, চেয়ারম্যান পথিক টিভি। ডা. ইলিয়াস। আনিসুল হক রিপন, প্রতিষ্ঠাতা অংকুর শিশু-কিশোর সংগঠন। আফজালুর রহমান রিপন, উপদেষ্টা সম্পাদক তিতাস বার্তা। বিডি ক্লিন এর প্রতিষ্ঠাতা সোহান মাহমুদ। সাংবাদিক আদিত্ব্য কামাল, বার্তা সম্পাদক জনতার খবর। নারী সংগঠক তাহমিনা লিটা। রাকিব হোসেন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ব্রাড ফর মাছিহাতা ইউনিয়ন, সামাজিক ও মানবিক সংগঠন মানবতা’র সমন্বয়ক ফারাবী রহমান, প্রমূখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নান্দনিক উপস্থাপক আব্দুল মতিন শিপন।