
গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1359341 বার পড়া হয়েছে,
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১:০০ টার দিকে কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের জাজিসার এলাকায় মো: জিতু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জিতু মিয়ার বাড়িতে মোবারক হোসেন (৩০) কে ইয়াবা সেবনরত অবস্থায় এবং মাহাবুব আলম (৩৪) কে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। তারা স্বেচ্ছায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এর সম্মুখে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০/ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
একাজে সহযোগিতা করেন কসবা থানা পুলিশ ও আনসার সদস্যগণ।
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান।