মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা বাজারে মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মনীরা কায়ছান। অভিযানে চুন্টা বাজারে ৩ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সকল দোকান মালিককে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।