মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রয়াত সভাপতি, চ্যানেল টোয়েন্টিফোর এর প্রয়াত সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠের প্রয়াত স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া প্রয়াত জেলা সংবাদদাতা মরহুম রিয়াজ উদ্দিন জামির ২য় মৃত্যু বার্ষিকী ৬ই র্মাচ (বৃহস্প্রতিবার)।
তিনি গত ২০২৩ সালের ৬ই মার্চ (সোমবার) রাত সোয়া ১২টার দিকে ভারতের মুম্বাই শহরের টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি র্দীঘ ২৭ বছর দৈনিক জনকন্ঠে এবং ১০-১৫ বছর চ্যানেল টোয়েন্টিফোরের জৈষ্ঠ প্রতিবেদক হিসেবে র্কমরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
দিনটি পালনে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এছাড়া তার বিদেহি আত্মার মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) এর পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।