সরাইলের শাহবাজপুরে আইনশৃঙ্খলা ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 11 March 2022, 276 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আইনশৃঙ্খলা ও মাদক বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত ১০ মার্চ, বৃহস্পতিবার বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আইনশৃঙ্খলা ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলার ১০নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল। সভাটি সঞ্চালানা করেন সরাইল থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম।

এ সময় উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুইশতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বিট পুলিশিং এর মাধ্যমে বিটে বসবাসকারী সুনাগরিকগণের অংশীদারিত্বের মাধ্যমে এলাকায় মাদক, জুয়া, চুরি-ছিনতাই, ইভটিজিং, জঙ্গী, দাঙ্গা, বাল্য বিবাহ, কিশোর অপরাদ প্রতিরোধকল্পে কার্যকরি পদক্ষেপ গ্রহনের বিষয়ে সুশীল সমাজের লোকজনদের সহিত আলোচনা করতঃ অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান জানান প্রধান অতিথি।