আখাউড়ায় দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 4 March 2025, 12 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া ডাকাত দলের দুই সদস্য হলো পারভেজ মিয়া (২৪) ও মাহবুব মিয়া (৩৭) মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পুলিশের দেয়া এক সূত্র থেকে জানা যায়, সোমবার রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্দ- জয়পুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। উল্লেখ্য গত ২৩ ফ্রেব্রুয়ারী রাত ১ টার দিকে কসবা-আখাউড়া সড়কে এ ডাকাত দলের সদস্যরা ডাকাতি সংগঠিত করতে চেস্টা চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তখন তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, আটককৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতি দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।পুরো আখাউড়া উপজেলা কে ডাকাত মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।