ব্রাহ্মণবাড়িয়ায় কর্মকর্তাদের কর্মবিরতী পালন

ব্রাহ্মণবাড়িয়া, 2 March 2025, 29 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ণ দিবস কর্মবিরতী পালন করেছে প্রশাসন ব্যতীত ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

রবিবার (২ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মবিরতী পালন করেন তারা।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত এই কর্মসূচীতে বক্তব্য রাখেন সমন্বয়কারি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক খন্দকার কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তফা কামাল, জেলা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ও ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ আকতার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক মারজিয়া শবনম প্রমূখ।

এসময় বক্তারা ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বৈষম্য নিরসনে যে নতুন বাংলাদেশর সূচনা হয়েছে সেখানে সকল ক্যাডারে সমতা নিশ্চিত করতে হবে। সে সাথে ডিএস কোটা পদ্ধতি বাতিল করে ক্যাডার যার মন্ত্রণালয় তার নিশ্চিত করতে হবে।