ক্ষুদে পণ্ডিতদের পাঠাশালা’য় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 22 February 2025, 83 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ক্ষুদে পণ্ডিতদের পাঠাশালা’য় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহরের ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা আরামবাগে ক্ষুদে পণ্ডিতদের পাঠাশালা স্কুলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ক্ষুদে পণ্ডিতদের পাঠাশালা’র প্রধান শিক্ষিকা কোহিনূর আক্তার প্রিয়া’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ান ফয়েজুন নাহার, প্রকাশক দৈনিক ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বেলাল, কোষাধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। দৈনিক প্রতিদিন এর জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান, পাঠাগার ও ক্রিড়া সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। আদিত্ব্য কামাল, সম্পাদক জনতার খবর। পাঠাশালা’র সহকারী শিক্ষিকা হালিমা আক্তার দৃষ্টি।

এছাড়াও দিনটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, র‍্যালি, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সঞ্চালনায় ছিলেন, নান্দনিক উপস্থাপক আবদুল মতিন শিপন।