ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের এক নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 16 February 2025, 24 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের নেতা, রানা হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের গোলখার গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।
ওসি ছমিউদ্দিন আরও জানান, গ্রেপ্তার হওয়া রানা হাজারী ধরখার ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।