ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত 

ব্রাহ্মণবাড়িয়া, 15 February 2025, 27 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপু‌র ইউনিয়নের মীরহাটি নামক স্থানে পিকআপ ভ্যান চাপায় পথচারী অটোরিক্সা চালক ইমাম হোসেন(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়াড়া গ্রামের শামসুল হকের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনেরা জানান, ইমাম হোসেন পেশায় অটোরিকশা চালক ছিলেন। শনিবার বেলা ১১ টার দিকে মীরহাটি এলাকায় তার অটোরিকশাটি রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: তানভীর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।