নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার প্রাক্তন পুলিশ সুপার , চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমান সামবার (১০ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া টলিভিশন জার্নালিস্ট এসোসিয়শন বিটিজএর সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
তিনি স্হানীয় ইন্ডাষ্ট্রিয়াল স্কুল মাঠ এসোসিয়শনের নির্মাণাধীন কার্য্যালয় পরিদর্শন করেন। এসময় মোহাম্মদ জাবেদুর রহমানকে স্বাগত জানান এসোসিয়শনের সভাপতি আল আমীন শাহীন সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন সহ বিটিজএর অন্যান্য নেতৃবৃৃন্দ। সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মোহাম্মদ জাবেদুর রহমান বলন, ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনে নির্ভিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্র ঐতিহ্য রক্ষা করে আসছে। সাংবাদিকদের সাথে আমার হৃদয় বন্ধন নিবিঢ় এবং তা থাকবে, তিনি সকলকে শুভেচ্ছা জানান এবং উত্তরাত্তোর সুখ সমদ্ধি কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন প্রমুখ।