নবীনগরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অযিযুক্ত শিক্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 3 February 2025, 7 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুল ফুজুল হাফিজিয়া মাদ্রাসার বায়েজিদ রহমান নামের ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বলাৎকার করার অভিযোগে আনোয়ার হুসাইন নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।  গত শনিবার (১ ফ্রেব্রুয়ারী) বায়োজিদ রহমানের মা পারভিন বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। পারভিন বেগম জানান, আমার ছেলে ভয়ে এতো দিন আমাদের কোন কিছু বলে নাই। পরে বিষয়টি জানতে পেরে শিক্ষক আনোয়ার হুসাইনের বিরুদ্ধে আমরা নবীনগর থানায় অভিযোগ করি। শিশু বায়োজিদ রহমান জানান, শিক্ষক আনোয়ার হুসাইন তাকে দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছে। বিষয়টি কাউকে জানালে তাকে তিনি হত্যার হুমকিও দিয়ে আসছিলো বলে জানায়। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত শিক্ষক আনোয়ার হুসাইনকে আজ সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় গ্রেফতার করে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের লক্ষে বিচারিক কার্যক্রম সম্পাদনের জন্য বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।