ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 22 January 2025, 133 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা পরিবারের আয়োজনে বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১ টায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব স্কুল প্রাঙ্গণে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ডাঃ খালেদা আখতার,আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শুভাশীষ পাল,আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য কবি,গীতিকার ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী দেওয়ান দিদারুল আলম মারুফ।অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি মোঃ রাশেদ কবির আখন্দ, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আবু জামাল,অভিভাবক প্রতিনিধি মমিনুল হক সরকার,শিক্ষক প্রতিনিধি মনিরুল আলম সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে যোগ দিতে নবনিযুক্ত সভাপতি রাশেদ কবির আখন্দসহ অতিথিরা এসে স্কুল গেইটে এসে পৌছালে স্কুলের পক্ষ থেকে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ও ফুল দিয়ে তাদের সবাইকে বরন করে নেয়।এ সময় বক্তারা বলেন,অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করতে চাই এবং কিভাবে আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি করতে পারি এবং সার্বিক কর্ম কৌশলে গতিশীলতা বৃদ্ধি করতে পারি তা নিয়ে পরিকল্পনা করতে চাই । তারা বলেন,শিক্ষা ছাড়া সব কিছুই অচল। শিক্ষার কোন বিকল্প নেই। মনে রাখবেন, পড়াশুনার মাধ্যমেই একটি জাতিকে এগিয়ে যেতে হয়।পড়াশোনা ছাড়া একটি জাতি কখনো এগিয়ে যেতে পারে না।এডহক কমিটি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করবে।নবনিযুক্ত সভাপতি রাশেদ কবির আখন্দ বলেন,বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবেশ সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি আমার সর্বোচ্চ চেস্টা অব্যাহত রাখবো এবং নিরলস কাজ করে যাবো। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং এ ব্যাপারে আমি কমিটির সকলের সহযোগীতা প্রত্যাশা করি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের কাজ হলো পড়াশুনা করা ।এবং ব্যাক্তি ও সামাজিক জীবনে মানুষের মতো মানুষ হওয়া। আমি আশা করবো তোমরা পড়াশুনায় মনোযোগী হবে ও মানুষের মতো মানুষ হয়ে সবার মুখ উজ্জল করবে।