বিজয়নগরে আগুনে পুড়লো দুটি দোকান ক্ষতি প্রায় ৫-৬ লক্ষ টাকা

ব্রাহ্মণবাড়িয়া, 29 December 2024, 12 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার আমতলী বাজারে আগুন লেগে জুতার গুদাম ও একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়েছে।
২৯শে ডিসেম্বর (শনিবার)  রাত অনুমান ১২টা ৫মিনিটে আমতলী বাজার মকবুল মার্কেট জহিরুল ইসলামের কাপড়ের দোকান ও মরিয়ম সুজ এর জুতার গোডাউনে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫-৬ লক্ষ টাকা হবে বলে মালিকরা জানান।
এ বিষয়ে বিজয়নগর উপজেলার ফায়ার  স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, রাত ১২:১০ মিনিটে  খবর পেয়ে অতি দ্রুতই কটনাস্থলে পৌঁছাই, যেহেতু রাতের বেলা যানজট ছিল না পৌঁছাতে সময় কম লেগেছে।  ঘটনাস্থলে দুটি দোকানে আগুন দেখে শাটার ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তিনি অভিযোগ করে বলেন, প্রত্যেকটা বাজারে আশেপাশে পুকুর থাকা জরুরি, পানি সংকটে ভুগেছি তবু আমাদের রিজার্ভ পানি ও লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। যেহেতু এটা বড় মার্কেট আগুন ছড়াতে সুযোগ পায়নি, তাই এই নিয়ন্ত্রণকে সফলতার চোখে দেখতেছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। । ক্ষতির পরিমাণ ৩-৪ লক্ষ্য টাকা হবে ও আগুনের উৎপত্তি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিক ধারণা করেন।