নবীনগরে একটি এল জি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ এক আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 29 December 2024, 12 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এল জি,৮টি কার্তুজ,১ টি রামদা,৩ টি চাপাতি,২ টি ছুরি ও একটি গ্রীল বা তালা কাটার রেতসহ মকবুল হোসেন (৪৫) নামের ১ জন আসামিকে গ্রেফতার করেছে। (২৯ডিসেম্বর) রবিবার ০৭:০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মকবুল হোসেন জেলার নবীনগর থানার ছলিমগঞ্জ ইউনিয়নের পশ্চিম ধরাভাঙ্গার মৃত ফজলু মিয়ার ছেলে।পুলিশ মিডিয়া উইংসের তথ্য মতে,নবীনগর থানায় কর্মরত এস আই (নিঃ) মোঃ আব্দুল মোনাফ তার সঙ্গীয়                                                                                                                                               ফোর্স সহ অভিযান চালিয়ে আসামীর বসত ঘর থেকে উল্লেখিত অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।এ ব্যপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আসামীর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা  (মামলা/জিডি): নবীনগর থানায় মামলা নং-২৭, তারিখ- ২৯/১২/২০২৪ ধারা- Arms act 1878 এর 19A/19(f) অনুযায়ী বিচারিক কার্যক্রমের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।