শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ ও একটি হলুদ রংয়ের TATA EX.2 ট্রাকসহসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। আসামী দুজন হলেন, মোঃ শারফিন (২৪)পিতা-মোঃ জালাল উদ্দিন,গ্রাম-লামা কোঠা,থানা-গোয়াইনঘাট,জেলা-সিলেট ও মোঃ শাহালম(২৬),পিতা- হাবীবুর রহমান,গ্রাম-ছাতারকোনা থানা-বিশম্ভপুর,জেলা- সুনামগঞ্জ। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার রাত ০২:৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) গাজী রবিউল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ আশুগঞ্জ থানার চরচারতলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার একটু পূর্বপাশে পাকা রাস্তার উপর থেকে ২০ বোতল ভারতীয় মদসহ এ দুই আসামীকে গ্রেফতার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বিল্লাল হোসেন জানান।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।