মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর পৌরশহরের কাউতলী এলাকা হতে ডাকাতি মামলায় ডাকাত দলের দলনেতাসহ ২ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গত ৫ আগস্ট বিগত আওয়ামী সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্হিতি অবনীতির সুযাগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশ বদ্ধি পেয়েছে। এরই অংশ হিসাবে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিক ভাবে বদ্ধি পেয়েছ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ৫ নভেম্বর আনুমানিক ১৭:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার সদর পৌরশহরের কাউতলী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এফআইআর নং- ৫৭, তারিখ- ২৪/০৯/২০২৪খ্রিঃ ধারা- বিশষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩) তৎসহ ১৪৩ /৪৪৭ /৪৪৮/১৮৬/৩৩২/৩৫৩/৪৩৫/৪৩৬/৩০৭/
৩৭৯/৩৮০/৪২৭/৫০৬(২)/৩৪ পনাল কাড ১৮৬০) এর মূল ডাকাত দলের সর্দারসহ ২ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন সায়মন মিয়া (২৪), পিতা- শফিক মিয়া, ভাদুঘর এবং ওমর ফারুক রনি (২০), পিতা-আবুল ফায়েজ, দাতিয়ার, উভয় থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর।
উল্লখ্য যে, গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত দলের সর্দার সায়মন মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় বিভিন্ন অপরাধ সংগঠনের জন্য একাধিক মামলা চলমান রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শখলা পরিস্হিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।