ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 31 October 2024, 22 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সদরের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানা বেগমের সভাপতিত্বে ৩০ শে অক্টোবর ও ৩১ শে অক্টোবর দুই দিন ব্যাপী জেলা বীজ প্রত্যয়ন অফিসের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডি এ ই) কৃষিবিদ সুশান্ত সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ রাফিউল ইসলাম ও অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা। ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালায় আগত ব্রাহ্মণবাড়িয়া সদরের ৬০ জন প্রশিক্ষণার্থী পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রযুক্তির বিভিন্ন বিষয়ে অতি গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সময় উপযোগী প্রশিক্ষন লাভ করে। প্রশিক্ষন কর্মশালার সার্বিক সহযোগীতায় ছিলেন, সদর ব্রাহ্মণবাড়িয়ার উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক ও উচ্চমান কৃষি সহকারী কর্মকর্তা সুজন চন্দ্র কর্মকার।