যৌথ বাহিনী অভিযানে ২ জন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে আটক 

ব্রাহ্মণবাড়িয়া, 12 October 2024, 11 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : যৌথ বাহিনী অবৈধ অস্ত্র ও চিহ্নিত সন্ত্রাসী উদ্ধার অভিযানে ২ জন কুখ্যাত সন্ত্রাসী ও অবৈধ মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নুরজাহানপুর পশ্চিমপাড়ায় শুক্রবার দিবাগত রাতে শনিবার ১২ অক্টোবর ভোরে আনুমানিক ০৪.০০ ঘটিকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়।
এতে কুখ্যাত সন্ত্রাসী ও অবৈধ মাদক ব্যবসায়ী কর্মকান্ডে অভিযুক্ত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলায় নুরজাহানপুর পশ্চিমপাড়ায় ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মনেক মিয়া (৫৩) পিতাঃ মৃত সৃদন মিয়া ও মোঃ সুমন মিয়া পিতাঃ কালা মিয়া।
এই ২ জন সন্ত্রাসীকে স্থানীয় নিজ বাড়ি হতে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ টি চাকু, ১ টি নম্বর প্লেট বিহীন সুজকি মোটরসাইকেল, ৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১ টি বাটন মোবাইল ও নগদ ৪০,০০০.০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী নবীনগর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।