সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা 

ব্রাহ্মণবাড়িয়া, 25 September 2024, 10 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, আদালত মামলাটিকে নথিভুক্ত করতে সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
শহরের কাজীপাড়ার মো. শিহাব উদ্দিন চৌধুরী দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট ১-৫ নম্বর আসামির নির্দেশের অন্যান্যরা সাক্ষীর ওপর হামলা করেন। এতে তারা বেশ কয়েকজন আহত হন।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। এনিয়ে তার বিরুদ্ধে গত একমাসে ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি হত্যা ও একটি গুমেরসহ ৯টি মামলা করা হয়েছে।
এছাড়া আসামিরা ব্যাংক এশিয়া, জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়, নন্দিতা কালার ল্যাবসহ বিভিন্ন স্থাপনায় পেট্রোল বোমা ও ককটেল মেরে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি করে।