আখাউড়ায় নিজের নিরাপত্তা বলয়কে গুরুত্ব দিয়ে পুজা করার আহবান

ব্রাহ্মণবাড়িয়া, 13 September 2024, 22 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজস্ব নিরাপত্তা বলয়কে গুরুত্ব দিয়ে শারদীয় দুর্গোৎসব করার আহবান জানানো হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভায় এ আহবান জানানো হয়। শ্রী শ্রী রাধামাধব আখড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এবার উপজেলায় ২৪টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বেশিরভাগ মন্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। প্রত্যেক মন্ডপে এবার স্বেচ্ছাসেবক জোরালোভাবে কাজ করে যাবে।
সভার সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ। সদস্য জুটন বনিকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, শ্রী শ্রী রাধামাধব আখড়ার সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী, জহর লাল সাহা, রতন কুমার পাল, অজয় চৌধুরী, তাপস দাস, সুমন সেন গুপ্ত, সুভাস দাস প্রমুখ।
বক্তারা বলেন, ‘দুর্গা হলো অসুর বিনাশের শক্তি। অসুর বধ, সার্বিক মঙ্গল কামনায় প্রার্থণা করতে এবারও আমরা স্বাত্বিকভাবে পুজা করে যাবো। প্রশাসনের যে ধরণের নিরাপত্তা ব্যবস্থা দিক না কেন নিজেরা এবার আরো জোরালোভাবে সেটা করবো।