২ জন ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করার সময় গ্রেফতার

জাতীয়, 5 September 2024, 79 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জিব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯, সিলেটের অভিযানে এসএমপি, সিলেট এর শাহপরাণ (রহঃ) এলাকা থেকে ২ জন ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করার সময় গ্রেফতার।
র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মিথ্যা ছদ্মবেশ ধারণ করে ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে এসএমপি, সিলেট, শাহপরাণ (রহঃ) এলাকায় চাঁদাবাজি করছিলেন। পরবর্তীত উক্ত সংবাদের ভিত্তিত র‌্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল ৪ সেপ্টেম্বর অনুমানিক রাত ২২:২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ২ জন ভুয়া র‌্যাব পরিচয়দানকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা- (১) মোঃ নাদিম আহমদ (২০), পিতা- মৃত আবুল কালাম, (২) মোঃ সাবির মিয়া (২১), পিতা- মোঃ এরশাদ মিয়া, উভয় বাড়ি শাহপরাণ (রহঃ), সিলেট।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণর লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৭০/৩৮৫/৩৪ প্যানেল কার্ড-১৮৬০ ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদেরকে শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও  র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।