‘গ্রীণ ব্রাহ্মণবাড়িয়া’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া, 16 August 2024, 185 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : নিজে বাঁচি পরিবেশ বাঁচাই এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে ‘গ্রীণ ব্রাহ্মণবাড়িয়া’ নামক সংগঠন।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪ টায় শহরের টেংকের পাড় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শতাধিক বিভিন্ন ফলজ ও কাঠ জাতীয় বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জামাল, বাংলাদেশ টেলিভিশনে জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, পিস ভিশন বাংলাদেশের সভাপতি এড. শেখ জাহাঙ্গীর, সানলাইফ হাসাপাতালের কর্ণধার মো. জাহাঙ্গীর হোসেন, গ্রাণ ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের এডমিন প্যানেল উপদেষ্টা কোহিনূর আক্তার প্রিয়া। এছাড়াও সংগঠনের সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।