ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের বাৎসরিক কর্ম মূল্যায়ন ও সংবর্ধনার আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া, 11 July 2024, 33 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের বাৎসরিক কর্ম মূল্যায়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে৷ বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় পৌরশহরের মেড্ডায় অবস্থিত জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে জেলা জুনিয়র অফিসার এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে৷
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা৷
অনুষ্ঠানের শুরুতে জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সানা উল্লাহকে জেলায় ২০২৩-২৪ অর্থ বছরে জেলার ৯ টি উপজেলা মিলিয়ে ২ কোটি ৯ লক্ষ টাকা লাভবান হওয়ায় জুনিয়র অফিসার এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়৷
জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ও জেলা জুনিয়র অফিসার এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান পারভেজের সভাপতিত্বে ও জেলা জুনিয়র অফিসার ও জেলা জুনিয়র অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৈয়বুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নেহার রঞ্জন সরকার, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়৷
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ৯ টি উপজেলা ব্রাঞ্চের সকল জুনিয়র ও সাধারণ কর্মকর্তা, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইখতেখার রিফাত, সাংবাদিক নিষাত, সাংবাদিক নাসিফ জাবেদ নীলয় প্রমুখ৷
এসময় প্রধান অতিথি অমৃত লাল সাহা বলেন, আজকে আমাদের অর্থনীতির জীর্ণ দশা, অর্থনীতির যে নিম্নমুখী অবস্থা এর মধ্যে নিঃসন্দেহে এটি একটি প্রশংসার কাজ যে ব্রাহ্মণবাড়িয়ার কোন একটি ব্রাঞ্চ পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে তারা লাভবান হয়েছে৷ তারা পরিশ্রম করেছে এবং পরিশ্রমের সুফল পেয়েছে৷ এটি বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করবে।