স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়ার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার, শিক্ষাসামগ্রী ও গুণীজন সম্মাননা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া, 10 June 2024, 141 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালার ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার, শিক্ষাসামগ্রী বিতরণ, গুণীজন সম্মাননা প্রদান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ জুন) বিকেল ৪. ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়া। জনাব মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়া। মো. ওবায়েদ উল্লাহ্ অবিদ, প্রতিষ্ঠাতা সভাপতি মো. জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মিজানুর রহমান, সাবেক আহবায়ক জেলা আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়া। প্রফেসর অমৃত লাল সাহা, সাবেক অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এম, এ মতিন শানু, সম্পাদক তিতাস বার্তা। আতাউর রহমান ভূঁইয়া শাহীন, সহ-সভাপতি জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া। আল-আমিন শাহীন, সম্পাদক নতুন মাত্রা। জাহাঙ্গীর হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি ব্রাহ্মণবাড়িয়া শিশু কল্যাণ পরিষদ। মো. শফিকুল ইসলাম তৌছির, প্রতিষ্ঠাতা সভাপতি ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদ। নবীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিউলি। বিশিষ্ট সমাজসেবক সামসুল আলম বাবু।
অনুষ্ঠানে শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এবং ১১ জন গুণীজনকে বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় আনিছুল হক রিপন, প্রতিষ্ঠাতা সভাপতি অংকুর শিশু কিশোর সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া। সার্বিক পরিচালনায় ছিলেন, আদিত্ব্য কামাল, সম্পাদক জনতার খবর। মো. হাবিবুর রহমান মোমেন, সহ-সম্পাদক তিতাস বার্তা। সামসুন নাহার জেনী, শিক্ষানবিশ আইনজীবী, ব্রাহ্মণবাড়িয়া। সার্বিক সহযোগীতায়, মো. জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশন, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ‘জনতার খবর’ ও তিতাস বার্তা। ছিন্নমূল শিশুদের তত্বাবধায়কের দায়িত্ব পালন করেন, মানবতা সংগঠনে প্রতিষ্ঠাতা ফারাবী রহমান, সোহাগ সরকার, এডমিন প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া। স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালা সদস্য মো. জসীম ও ফাতেমা কানিজ ফিবা।