আশুগঞ্জে ২০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক- ১

ব্রাহ্মণবাড়িয়া, 18 May 2024, 38 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ মোঃ মাজেদুল হক বাবু (৩৮) নামের একজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাজেদুল হক বাবু গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মুলগাও গ্রামের বর্তমান :(এ/পি- শাহজাহান মার্কেটের পাশে) উপজেলা/থানা হাজারীবাগ জেলা ঢাকার মাহফুজুল হকের ছেলে। পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮-০৫-২৪ ইং বিকেল ০৩:০৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ থানার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত মাদক সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। এবং তা জব্দতালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান জিরো টলারেন্স। আমাদের অভিযান অব্যাহত থাকবে ।