চিত্রশিল্পী দীপ্ত মোদক এর প্রথম একক চিত্র প্রদর্শনী উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়া, 12 May 2024, 134 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চিত্রশিল্পী দিপ্ত মোদক এর  আত্মদর্শন শীর্ষক ৬ দিনব্যাপী  প্রথম একক চিত্র প্রদর্শনী ২০২৪- ১২ মে হতে ১৭ মে পযন্ত চলবে।
রোববার বিকাল চারটায় উদ্বোধন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। উদ্বোধক করবেন অধ্যাপক ডঃ রশিদ আমিন, চেয়ারম্যান, প্রিন্টমেকিং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আয়কর উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, বিশিষ্ট চিত্রশিল্পী মিন্টু দে পরিচালক, রঙের গাড়ি।
সভাপতিত্ব করবেন তাসমিয়া সুলতানা এ্যানি উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। স্বাগত বক্তব্য নিয়াজ মোঃ খান বিটু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। প্রতিদিন আবৃত্তি, গান ও সংগীত পরিবেশন করা হবে।