প্রতারণার মাধ্যমে দুদকের নামেও টাকা নেওয়া হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

ব্রাহ্মণবাড়িয়া, 14 October 2022, 127 বার পড়া হয়েছে,

‘শুরুতে ওসি, এসপি, ইউএনও, ডিসির নাম করে টাকা নেওয়া হতো। এরপর সচিবের নাম করে নেওয়া হয়। আর এখন দুদকের (দুর্নীতি দমন কমিশন) নামে ফোন করেও প্রতারণার মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

বুধবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে বিষয়টি সম্পর্কে সচেতন থাকার আহবান জানান। এ বিষয়ে চিঠি এসেছে উল্লেখ করে দুদক বিব্রত বলে তিনি জানান।

সভায় রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, পৌর এলাকার যানজট, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিস্তর আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন মো. একরাম উল্লাহ প্রমুখ। সুষ্ঠুভাবে দুর্গাপুজা উদযাপন বিষয়ে সভায় আলোচনা হয়।