কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কবির কলমের বিশেষ ক্রোড়পত্র প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া, 9 May 2024, 90 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের উদ্যোগে “রবির আলো” শিরোনামে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
বুধবার (৮ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে ক্রোড়পত্রটি উন্মোচন করা হয়।
কবির কলমের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মতিন শিপনের উপস্থাপনায় এ-সময় উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় কবি জয়দুল হোসেন, নাট্য প্রখ্যাত ব্যাক্তিত্ব ও কবি আবদুল মান্নান সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্র গবেষক মানবর্দ্ধন পাল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, তিতাস বার্তার সম্পাদক আবদুল মতিন সানু, আখাউড়া সমিতির সভাপতি কবি হুমায়ুন কবির ভূইয়া, রোকেয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
কবি রোকেয়া রহমান কেয়া, তরী বাংলাদেশের সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, পথিক টিভির কর্নধার কবি লিটন হোসেন জিহাদ, কবি ও সাংবাদিক রোদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি মাশরীকি শিপার, তিতাস বার্তার নির্বাহী সম্পাদক হোসেন সরকার জয়, সোনালী সকাল সংগঠনের সাধারণ সম্পাদক সানিউর রহমান।
এছাড়াও কবির কলম সংগঠনের সিনিয়র সহসভাপতি ফাহিম মুনতাসির, সহ-সভাপতি কোহিনূর আক্তার প্রিয়া, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম সিকদার মায়িন, দপ্তর সম্পাদক রুপম ধর উপস্থিত ছিলেন।
ক্রোড়পত্র সম্পাদনায় কবির কলমের সহ-সভাপতি আদিত্ব্য কামাল।