ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 30 April 2024, 20 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনটি পালনে রবিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডঃ মাহবুবুল আলম খোকনসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, দরিদ্র ও অস্বচ্ছল জনগনের আইনগত সহায়তা নিশ্চিতে লিগ্যাল এইড আন্তরিকতার সাথে কাজ করছে।