গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1161334 বার পড়া হয়েছে,
বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে। গতরাতেই ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে পোস্ট করা হয় ভিডিওটি৷
সেখানে রহমত ভূঁইয়া রানাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। তার পাশে এক যুবককে দেখা গেলেও তার চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে রহমত ভূঁইয়া রানার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এই ভিডিও তার নয় বলে দাবি করেন। পরে অবশ্য তিনি বলেন, সম্পূর্ণ শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম জানান, মাদক সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি আমি দেখেছি। রহমত ভূঁইয়া রানা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেন তিনি। তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।