আশুগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 26 July 2022, 123 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেকারি নিখোঁজের চার দিন পর আরিয়ান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নরসিংদী জেলার রায়পুর উপজেলার গৌরিপুর এলাকায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত শনিবার দুপুরে আরিয়ান আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নদীর স্রোতে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদীতে খোঁজ করে আরিয়ানকে পায়নি। পর দিন রোববার সারাদিন ডুবুরিরা মেঘনা নদীর বিভিন্ন স্থানে খোঁজ করেও আরিয়ানকে পায়নি। অবশেষে মঙ্গলবার ভোর ৫টায় নরসিংদী জেলার রায়পুরার গৌরীপুর এলাকায় আরিয়ানের লাশ ভেসে ওঠে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভৈরব নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।