ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 14 April 2024, 36 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুন্নু ও আলম। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে। অপর একজনের পরিচয় এখন পাওয়া যায়নি। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: সোহাগ রানা জানান, সকালে গুটমা গ্রামে আহাদ আলীর বাড়িতে সেপটিক ট্যাংকির কাজ করতে গিয়ে তিনজন
শ্রমিক। এ সময় ট্যাংকটির ভিতরে গ্যাসে শ্বাসরোধ হয়ে তিনজন মারা যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। তবে কি কারনে ঘটনাটি ঘটেছে পুলিশ ক্ষতিয়ে দেখছে।ক্ষতিয়ে দেখার পর আইনগত ব্যাবস্থা নেয়া হবে। তবে বিষয়টি রহস্যজনক মনে করছেন স্থানীয়রা।