ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা সহ ৩জন আটক

ব্রাহ্মণবাড়িয়া, 29 March 2024, 32 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা সহ ৩জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ছিনতাইকৃত অর্থের মধ্যে দুই হাজার ইউরো এবং ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ঘটনার মূলহোতা শহরের মেড্ডার হাবিবুর রহমানের ছেলে এনায়েত উল্লাহ (৪৪), মাইক্রোবাস চালক দক্ষিণ পৈরতলার রশিদ মিয়ার ছেলে আকাশ (২৪) এবং পাহারাদার ব্যাপারিপাড়ার মহরম আলীর ছেলে এরশাদ (৪২)।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বুধবার ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ঘটনার মূলহোতা এনায়েত উল্লাহকে নরসিংদী থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে দুই হাজার ইউরো উদ্ধার করা হয়েছে। এছাড়া শহর থেকে এক পাহারাদার ও ছিনতাইয়ে ব্যবহার করা মাইক্রোসহ এর চালককে আটক করা হয়েছে। আটক এনায়েত উল্লাহ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে ৬টি মামলা চলমান আছে। সে ২০২২ সালেও পুলিশের পোষাক সহ আটক হয়েছিল।
তিনি আরও জানান, বাদি ঘটনার পর জানিয়েছেন তার কাছ থেকে পৌনে ৩৬ লাখ টাকা ছিনতাই হয়েছে৷ প্রধান আসামীকে ধরার পর সে জানিয়েছে তারা কোন বাংলাদেশের মুদ্রা পায়নি, পেয়েছে ১২ হাজার ইউরো। এরমধ্যে সে তিন হাজার ইউরো ভাগ পেয়েছে। এক হাজার ইউরো খরচ করেছে এবং বাকি দুই হাজার ইউরো তার কাছে ছিল। পরবর্তীতে আসামীর বক্তব্য অনুযায়ী বাদিকে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি সাড়ে ৮ হাজার ইউরো থাকার কথা স্বীকার করেছেন। অথচ তিনি প্রথম দিক থেকে এই বিষয়ে কোন কিছু জানাননি। এই ঘটনায় অন্যান্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।
এর আগে, বুধবার (২৭ মার্চ) সকালে শহরের পাইকপাড়ায় সিলেট রোডে ডিবি পরিচয়ে পৌনে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। ছিনতাইয়ের শিকার ফজলুল হক জেলার নবীনগর উপজেলার বাঘাউড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি ঢাকায় ট্র‍্যাভল এজেন্সির ব্যবসা করেন এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন।