শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে গত রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীতে ১২০ জন প্রতিবন্ধীর মাঝে ভালোবাসার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্নার উপস্হাপনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, (ব্রাহ্মণবাড়িয়া-৩ ও বিজয়নগর- ) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সহধর্মিণী ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়ীয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠানে দাওয়াতে ঈমানী বাংলাদেশের ব্যবস্থাপনায় ১২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ভালবাসার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দাওয়াতে ঈমানী বাংলাদেশেরদেশের চেয়ারম্যান দেশের সুপরিচিত জনপ্রিয় সুবক্তা ফয়জিয়া দরবার শরীফের গদিনি সিন পীর মুফতী গিয়াসউদ্দিন আত তাহেরি এই প্রতিবন্ধীদের মাঝে ভালোবাসার ইফতার সামগ্রীর ব্যাবস্থা করেন। ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেকের জন্য ছিলো- ২কেজি আলু, ১কেজি ডাল,১কেজি চানা বুট, ১ কেজি চিনি,১কেজি তৈল,১ কেজি পেয়াজ, ১টি সাবান,১ কেজি মুড়ি। প্রধান প্রধান অতিথি প্রফেসর ফাহিমা খাতুন বলেন, পবিত্র রমজান মাসে প্রতিবন্ধীদের মাঝে এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।প্রতিবন্ধীদের জন্য এতো সুন্দর মানবিক আয়োজন করায় আমি মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন,আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্হান থেকে মহৎ ও সামাজিক কাজে এগিয়ে আসা উচিত । অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন। ইফতার বিতরন অনুষ্ঠানে ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না সমন্নয়কের ভূমিকা পালন করেন।