নাসিরনগরে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া-সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠে নামছেন

ব্রাহ্মণবাড়িয়া, 31 January 2024, 21 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই নাসিরনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার খবরে সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন।
নির্বাচন কমিশনের ঘোষনা অনুসারে উপজেলা নির্বাচন হবে মার্চ মাসের দিকে। আওয়ামীলীগের নীতি নির্ধারক পর্যায় থেকে এবার ঘোষনা দেয়া হয়েছে এই নির্বাচনে দলীয় প্রতিক থাকছে না। এই ঘোষনা শুনে নাসিরনগরের সাধারণ মানুষের ধারণা এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কে হবেন  উপজেলা চেয়ারম্যান প্রার্থী। এবার থাকছে না কোনো দলীয় প্রতীক। তবে যাদের নাম আলোচনায় আসছে, তারা কেউ এখনো এই নিয়ে মুখ খুলতে রাজি নয়। তারা সিদ্ধান্ত পেতে চান এলাকার সংসদ সদস্য এস একে একরামুজ্জামান এর কাছ থেকে।
উপজেলার বিভিন্নস্থান ঘুরে দেখা যায় হাটবাজারের চা দোকান থেকে শুরু করে বাড়ির বৈঠকখানা পর্যন্ত চলছে উপজেলা নির্বাচন নিয়ে আলাপ আলোচনা। আলোচনার মাঠে যাদের নাম শুনা যাচ্ছে,৬নং বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা এটি এম মনিরুজ্জামান সরকার। একাধারে তিনি ছিলেন  নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক  সাধারন সম্পাদক। ছিলেন দুই বারের নির্বাচিত বুড়িশ্বর ইউপির সফল চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান পদে নতুনদের মধ্যে আছেন একই ইউনিয়নের বাসিন্দা আশুরাইল গ্রামের বর্তমান ইউপি চেয়ারম্যান,প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব  ইকবাল চৌধুরী, বর্তমান  উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদের  নামও শোনা যাচ্ছে।তরুন ও যুব সমাজের পক্ষ থেকে আলোচনায় এগিয়ে আছে সাবেক ছাত্রলীগ নেতা মো. শরীফুজ্জামান চৌধুরী সুমন, আওয়ামী প্রবাসী ফোরামের সভাপতি ও বৃহত্তর চাতলপাড় ইউনিয়নের বাসিন্দা শেখ হুমায়ূন কবির আছেন এ তালিকায়,এছাড়াও তালিকায় আরো  যারা আছেন,তারা হলেন  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার,উপজেলা  হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেব, ধরমন্ডল ইউপির সাবেক চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, উপজেলা আ. লীগ এর  সা. সম্পাদক লতিফ হোসেন, আ. লীগ নেতা সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, কুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান ওমরাও খান।
এদিকে আরো একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  প্রার্থী হতে পারেন আরেক হেভীওয়েট নেতা, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও কুমিল্লা ব্রিটেনিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যান, বৃহত্তর গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের কৃতি সন্তান সৈয়দ এহছানুল হক।
অন্যদিকে সাবেক সংসদ সদস্যপুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান ইতিমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন।
এছাড়া বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন ওরফে ফয়েজ চিশতী উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আলোচিত প্রার্থীদের। অনেকের  সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তাদের অনেকেই  বলেন নাসিরনগরের  মানুষ আমাদের চিনেন। সেই সূত্রে  আলোচনা হতে পারে। তবে এবিষয়ে তারা মুখ খুলতে চান না। তাদের অধিকাংশের  বক্তব্য ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসনের  সংসদ সদস্য আলহাজ্ব এস একে একরামুজ্জামান  আমাদের অভিভাবক। তিনি উপজেলা নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত মেনেই তারা কাজ করতে চান।