বিজয়নগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 26 January 2024, 44 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লক্ষীমুড়া ছাত্র ও প্রবাসী যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়।
বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শিবলী নোমান রাসেলের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর থানার এসআই ইসহাক মিয়া, মুহতামিম ফুলবাড়িয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম, মনিপুর মানব কল্যান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম (সিরাজ আকরাম), বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ প্রমূহ৷
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আবুল বাসার, উমর ফারুক, আব্দুল কাদির, সত্যের আলো যুব কল্যান সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, মানুষ মানুষের জন্য সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, মনিপুর মানব কল্যান সংগঠনের সভাপতি দেলোয়ার মিয়া, সভাপতি আশরাফুল ইসলাম রিপন, সহসভাপতি মো. রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বাবলু, অর্থ সম্পাদক মাওলানা জুনায়েদ সিদ্দিক, সহ অর্থ সম্পাদক এনামুল হক বিজয়।
আলোচনা সভা শেষে সংগঠনের প্রবাসী সদস্যদের জন্য দোয়া করা হয় এবং তাদের সহযোগিতায় ৫০ জন শীতার্তর মাঝে কম্বল বিতরণ করা হয়।