সরাইলে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 14 January 2024, 62 বার পড়া হয়েছে,

মো.রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৯৫০ পিস ইয়াবাসহ সুমন কুমার দাস (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল থানাধীন সদর ইউনিয়নের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে রাস্তার উপর হইতে সুমন কুমার দাসকে গ্রেফতার করেন পুলিশ।এসময় তার হেফাজত থেকে ৯৫০পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সুমন কুমার দাস কুমিল্লা দেবীদ্বার উপজেলার পটিয়া পাড়া গ্রামের মৃত শান্তি রঞ্জন দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানার চলমান মাদক উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করাকালে এসআই মো. ফারুক হোসেন, এসআই মো. আবু তাহের, এএসআই মো. শফিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল থানাধীন সদর ইউনিয়নের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ঢাকা সিলেট মহাসড়কের উপর হইতে অভিযান চালিয়ে সুমন কুমার দাসকে গ্রেফতার করেন পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৯৫০পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ব্যাটারে সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি‌কে আদালতে প্রেরণ করা হবে।