শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরে বন্ধ দোকানের বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ১০ ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়েছে।
বুধবার (১০ জানুয়ারী) দুপুর ১ টায় বিজয়নগর উপজেলার মোড়ে ডাঃ সন্তোষ দাসের মার্কেটে আগুন লেগে ১০ টি দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধন হয়।
এছাড়া উক্ত মার্কেটে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্সি অফিস থাকায় গুরুত্বপূর্ণ অনেক পার্সেল পুরে ছাই হয়ে যায়।
মার্কেটে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান, দুইটি বিকাশের দোকান, একটি ইলেকট্রনিকের দোকান, দুইটি মুদি দোকান, একটি কনফেকশনারির দোকান ও নতুন একটি সিএনজি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি আশেপাশের আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ জানান, আশুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষয়ক্ষতি নিরূপণের পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সহযোগিতা করা হবে।