বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সাংবাদিরা নিরন্তর কাজ করে যাবে

ব্রাহ্মণবাড়িয়া, 15 December 2023, 64 বার পড়া হয়েছে,
নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, খ,আ,ম রশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদবক  কবি জয়দুল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ আকরাম, মফিজুর রহমান লিমন,  সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, কোষাধক্ষ্য আশিকুল ইসলাম, জেষ্ঠ সাংবাদিক আব্দুন নূর, সাংবাদিক জহির রায়হান, শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি নিয়াজ মোঃ খান বিটু।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের নানা ক্রান্তিলগ্নে সাংবাদিকদের অনবদ্য সাহসি ভূমিকা ছিলো। এরই আলোকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাসহ  সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সাংবাদিরা নিরন্তরভাবে কাজ করে যাবে। এছাড়াও বক্তারা, মুক্তযুদ্ধে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।