কিশোরগঞ্জ থেকে চুরি যাওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 13 July 2022, 126 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : কিশোরগঞ্জের ভৈরবের রঘুনাথপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জুলাই) সকালে কসবা উপজেলা সদর ইউনিয়নের শাহাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেলটি।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বুধবার ভোরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রঘুনাথপুরে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি মোটরসাইকেলের মালিক আরিফুল হক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন শাহাপুর এলাকার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে।

ওসি আরও বলেন, সকালে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে উদ্ধার তৎপরতা চালায় কসবা থানার পুলিশ। অভিযান চালিয়ে শাহাপুর বাজার মসজিদের পাশে থামানো অবস্থায় সাইকেলটি উদ্ধার করে পুলিশি। তবে মোটরসাইকেল চোরকে আটক করা না গেলেও আটকের চেষ্টা চলছে।