সরাইলে পেট্রোল ঢেলে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া, 13 December 2023, 55 বার পড়া হয়েছে,
মো. নিয়ামুল আকঞ্জি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যৌতুকের দাবিতে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করেছে তার স্বামী। এসময় আগুনে দুই বছরের শিশু কন্যা আলিফা আক্তারেরও সারাশরীর ঝলসে যায়।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার কালিকচ্ছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে সাহিদার ভাই মো. আবেদ মুন্সি বাদী হয়ে সরাইল থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ঘাতক স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গৃহবধূ সাহিদা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও (মুন্সি বাড়ির) আলাই মিয়ার মেয়ে।
স্ত্রীকে মারধর করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে স্বামী।
জানা গেছে, কালিকচ্ছ (মধ্য পাড়া) গ্রামের সেলিম মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে ৮ বছর আগে সাহিদার বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছরের এক ছেলে ও ২ বছরের এক মেয়ে আছে। গত ৩-৪ বছর ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন আল আমিন। এর জের ও যৌতুকের দাবিতে সোমবার আল আমিন নিজ বসতঘরে সাহিদার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় দুই বছরের কন্যা শিশু আলিফা আক্তারও তার সঙ্গে ছিল। পরে সাহিদার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল  হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার ভোরে সাহিদার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে সাহিদার ভাই মো. আবেদ মুন্সি বাদী হয়ে সরাইল থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আল আমিন তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে ও শিশু কন্যা আলিফার ও শরীর ঝলসে গেছে। আল-আমিনকে ঢাকা থেকে গ্রেফতার করেছি। তার হাত-পা কিছুটা পুড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।