মুক্তিযোদ্ধের চেতনাকে বাস্তাবায়নের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 11 December 2023, 42 বার পড়া হয়েছে,

মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : মুক্তিযোদ্ধের চেতনাকে বাস্তাবায়নের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার ১১ ডিসেম্বর আশুগঞ্জ উপজেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বরে মুক্তিযোদ্ধের সম্মুখ সমর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা কমান্ড কাউন্সিল ও বীর মুক্তিযুদ্ধাগন।

পরে সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ থেকে একটি রেলী বের হয়ে প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সম্মুখ সমরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মুখ সমর স্মৃতিস্তম্ভে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমান্ড কাউন্সিলের শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক এম ওয়াছেল সিদ্দিকী, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাসিম, বীরমুক্তিযোদ্ধা শেখ জসিম উদ্দিন আহমেদ, হেবজুল বারী, মোজাম্মেল হক গোলাপ, আব্দুল করিমসহ বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এদিনেই পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে আশুগঞ্জকে শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা।