ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা

ব্রাহ্মণবাড়িয়া, 3 December 2023, 66 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। এরমধ্যে একজন দলীয় প্রার্থী ছাড়া বাকী সবাই স্বতন্ত্র। তাদের অধিকাংশের মনোনয়ন বাতিল হয়েছে সমর্থনকারী ১ শতাংশ ভোটারের ১০ জনের যাচাই-বাছাইয়ে নানা ক্রুটির জন্যে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার ( ৩ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ৩টি আসনের, এরপর দুপুর ২ টা থেকে বাকী ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
তাদের মধ্যে সদর আসনে আওয়ামীলীগের মনোনয়ন বিমুখ স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও রয়েছেন। তার সমর্থনকারী শতকারা ১
ভাগ ভোটারের ১০ জনের ১ জনের স্বাক্ষর নেই।
অন্যদিকে মনোনয়নপত্র বৈধ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র মনোনয়নপত্র জমাদানকারী বিএনপি চেয়ারপারসনের বহিস্কৃত উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামানের।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম জানান,অধিকাংশ প্রার্থীর মনোনয়ন অবৈধ হয়েছে সমর্থনকারী শতকারা ১ ভাগ ভোটারের তালিকা যাচাইয়ে সঠিক না পাওয়ার কারনে।
যাদের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয় তারা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান,রুমা আক্তার ও এটি এম মনিরুজ্জামান সরকার। এ আসনে প্রতিদ্বন্ধিতার জন্যে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয় তারা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহিস্কৃত উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান, আওয়ামীলীগের বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন, জাকের পার্টির মো: জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: ইসলাম উদ্দিন, জাতীয় পার্টির মো:শাহনুল করিম, ওয়ার্কার্স পার্টির মো: বকুল হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে ১১ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হচ্ছেন ফিরোজুর রহমান ওলিও,জহিরুল হক চৌধুরী ও কাজী জাহাঙ্গীর। এ আসনে মনোনয়ন বৈধ হয়েছে আওয়ামীলীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৯জনের।
ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির বজলুর রহমান মিলনের,ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক এবং নজরুল ইসলাম ভূইয়া এবং  ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্ছারামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়।