বিএনপির শুভবুদ্ধির উদয় হয়ে নির্বাচনে এলে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে – আ ক ম মোজাম্মেল হক

ব্রাহ্মণবাড়িয়া, 24 November 2023, 80 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লাহ শহীদ (রহ.) এর মাজার শরিফ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,
বিএনপির শুভবুদ্ধির উদয় হয়ে ‘ধ্বংসাত্মক’ কাজ বন্ধ করে নির্বাচনে এলে তাদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে বলে জানিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন,  ‘বিশিষ্ট নাগরিকরা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তারা শুধু উপদেশই দিচ্ছেন। বিএনপি যদি নির্বাচন কমিশনকে বলে যে আমাদের কিছু সময় দেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় অবশ্যই নির্বাচন কমিশন বিবেচনা করবে। সেখানে সরকারের কোনো ভূমিকা নেই।
তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘কারণ এই সরকার ২৮ জানুয়ারির পর অবৈধ হয়ে যাবে। কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাচন হতেই হবে। নির্বাচন সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের অধীনে হয়। সরকার সেখানে সাপোর্ট দেয়।
মোজাম্মেল হক আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, এসপি বলেন ডিসি বলেন সমস্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর অধীনে না, সরকারের অধীনেও না। তারা নির্বাচন কমিশনের অধীনে। কাজেই তাদের যার যে বক্তব্য নির্বাচন কমিশনের কাছে বলতে হবে। এ বিষয়ে সরকারের ব্যক্তিগত কোনো আপত্তি নাই।