কসবায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া, 22 November 2023, 39 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে মো. আরিফ (২০) নামে এক মানসিক রোগী নিহত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ বগাবাড়ি এলাকার আকবর আলী খানের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজকে বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গঙ্গানগর রেললাইন এলাকায় অতিক্রম করার সময় আরিফ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, আরিফ মানসিক রোগী। দীর্ঘদিন যাবত তার চিকিৎসা চলছিল। আজকে বিকালে বাসা থেকে বের হয়ে গঙ্গানগর রেললাইনে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আরিফ মারা যায়। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে আরিফের লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।