আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়া, 14 November 2023, 75 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিন আমদানি রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার ১৪ নভেম্বর সকালের দিকে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের বাণিজ্য কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে সোমবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাসের সই করা এক চিঠিতে এ বন্ধের বিষয়টি আমাদেরকে জানানো হয়েছিলো। একদিনের ছুটি শেষ করে আজ সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দর একদিনের জন্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক ছিল।