নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শারদীয়া নবপত্রিকা শারদ সম্মাননা পেল আগরতলা’র তিনটি ক্লাব।
ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সম্মাননা স্ব স্ব ক্লাবের হাতে তোলে দেন শারদীয়া নবপত্রিকা’র পক্ষে ত্রিপুরা হতে আগত অতিথি পরিতোষ দাস, অশোক সাহা প্রমুখ। শারদ সম্মাননা গ্রহণ করে আনন্দ উচ্চশিত শারদ সম্মাননা প্রাপ্ত ক্লাবের নেতৃবৃন্দ।
শারদীয়া নবপত্রিকা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হতে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতিবছর প্রকাশিত হয়। এ শারদ সম্মাননা প্রদান বিষয়ে শারদীয়া নবপত্রিকা’র সম্পাদক প্রসন্ন দাস জানান এ বছর শারদীয়া নবপত্রিকা ৯ম বর্ষ সংখ্যায় ১ম বার ভারতের ত্রিপুরা রাজ্যের তিনটি ক্লাবের দুর্গা কাঠামোর ছবি প্রকাশিত হয়েছিল। ফলে শারদীয়া নবপত্রিকা জনপ্রিয় হয়েছিল পাঠক মহলে।
অন্যদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা’র তিনটি ক্লাবের দুর্গা কাঠামোর ছবি প্রকাশ করায় ত্রিপুরার বিভিন্ন গণ্যমাধমে শারদীয়া নবপত্রিকা নিয়ে সংবাদ প্রকাশ করে। এজন্য আগরতলা’র তিনটি ক্লাবকে শারদ সম্মাননা ক্রেস্ট চিঠি মারফত প্রদান করা হয়।
ভারত রত্ন ক্লাব -আগরতলা, ত্রিপুরা, ভারত, ঐক্যতান যুব সংস্থা, শান্তিপাড়া, আগরতলা, ছাত্রবন্ধু ক্লাব আগরতলা, ত্রিপুরা।